‘ঘরে ঘরে অস্ত্র রাখুন’, বাংলাদেশ প্রসঙ্গে পরামর্শ অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের ছবি বারবার সামনে আসছে বাংলাদেশ থেকে। সেই ছবি তুলে ধরে হিন্দুদের অস্ত্র রাখার নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তিনি বলেন, "নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন।”
রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানেবাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে। ওখানে প্রাক্তন সেনকর্তা হুঙ্কার দিচ্ছেন, চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন বলে। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে। জামাতিরা সব এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো, কালীপুজো করতে বাধা দেওয়া হয়। জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে। আর তার জন্য, আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন। বিজেপিই একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে।”
প্রসঙ্গত বাংলাদেশ নিয়ে প্রতিবাদ চালাচ্ছে গেড়ুয়া শিবির। রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল হচ্ছে সনাতন হিন্দু সমাজের। এছাড়া বিজেপি নেতারাও সদস্য সংগ্রহ অভিযানের বাংলাদেশ ইস্যুর প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।