News details

image

Rabi Mondal / 11 December, 2024

আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারে ‘রেল রোকো’

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - ভারতভুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহার জেলার অসম বাংলা সীমান্ত লাগোয়া জোড়াই স্টেশনে ‘রেল রোকো’ আন্দোলন শুরু করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সমর্থকরা। যার জেরে থমকে গেছে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন। রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেল লাইনে বসে পড়েন তাঁরা। কর্মীদের লাইনে শুয়ে থাকতেও দেখা যায়। চুক্তি মোতাবেক আলাদা রাজ্যের দাবি জানান তাঁরা। বড়সড় অসুবিধার সাক্ষী যাত্রীরা।

 আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে প্রথমে কোচবিহার জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখান জিসিপিএ ও কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশীবদন বর্মণের ঘোষণা মতো ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ‘রেল রোকো আন্দোলন’ শুরু হয়েছে। কর্মসূচির জন্য মঙ্গলবার রাতেই স্টেশন লাগোয়া উত্তর রামপুর এলাকায় জড়ো হয়েছিলেন গ্রেটার কর্মীরা। এদিন সকালে তাঁরা মিছিল করে জোড়াই স্টেশনের কাছে এলে তাঁদের পথ আটকে বোঝানোর চেষ্টা করে রেল পুলিশ। রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যা হবে, একথা বলা হয়। এমনকি রেল অবরোধ করলে কোন কোন ধারায় আইনি পদক্ষেপ করা হবে, তাও জানানো হয়। যদিও কোনও তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যায় প্ল্যাটফর্মের দিকে। বুধবার ভোরের আলো ফুটতেই জোরাই স্টেশনে রেলপথে বসে পড়েন প্রায় ৫০০০ সমর্থকেরা । হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে স্লোগান তোলেন তাঁরা। অবরোধ তুলতে ৫০০র বেশি আরপিএফ , জিরআরপি, স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।  

 এদিকে এই অবরোধের জেরে স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করা হচ্ছে বলে খবর। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১১ই ডিসেম্বর ২২২২৭নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে। ২২২২৮ গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল। বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরগ্রাম, গোলকগঞ্জ নিউ কোচবিহার, আলিপুদুয়ার হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া রেলযাত্রীদের সুবিধার জন্য বাস, ছোট গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।