'উনি মাঝেমাঝেই বাজে কথা বলেন' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওড়িশা বাঘ ছেড়ে দিচ্ছে বাংলায়। এনিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 'উনি মাঝেমাঝেই এরম বাজে কথা বলেন। আমি শুধু ওনাকে অনুরোধ করব এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসাবে আমরা লজ্জিত হই।'
সূত্রের খবর, নন্দীগ্রামের ভাঙাবেড়ায় ৭ জানুয়ারি সিপিআইএমের দুষ্কৃতীদের গুলিতে নিহতদের স্মরণ করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন উড়িষ্যা সরকার বাঘ ছেড়ে দিচ্ছে, এবং সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়। এরকম অনেক ফাউল টক করেন উনি। সন্দেশখালি তে গিয়ে মহিলাদের বিধবা হয়ে যেতে বলেছেন। তিনি বলেছিলেন যাদের ৬০ বছর বয়স হয়ে গিয়েছে তাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন উনি জানলেন কী করে। এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলব, আপনি কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন, আপনার কাছ থেকে মানুষ এধরণের কথা আশা করে না। আপনার অনেক বয়স হয়েছে, সত্তরোর্ধ হয়ে গেছেন, আপনি এধরণের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি ওড়িশার লোক খিল্লি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে গায়ে লাগে।"
মঙ্গলবার শুভেন্দুর আগে তৃণমূল শহিদ স্মরণে অনুষ্ঠান করে। সেখান থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বেলাগাম ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। এরপরেই মঞ্চ থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে কড়া ভাষায় উত্তর দেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, "আমি যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায়, শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট ২ বছর জেল খেটেছে। তারাচাঁদবাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা আমি কী করব দেখে নেবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।"