News details

image

Sayantani Dutta / 12 November, 2024

উপনির্বাচনের আগে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : বিধানসভা উপনির্বাচনের আগেই দার্জিলিং সফর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ৩ টে নাগাদ পাহাড়ে পৌঁছন তিনি। এবার পাহাড় সফরের কর্মসূচির মধ্যে রয়েছে জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক। মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বুধবার দুপুরে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা তাঁর। 

মঙ্গলবার  জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠকে পাহাড়ের উন্নয়নে জিটিএর সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না, সেই বিষয়ে বিশেষ নজর রাখছে  রাজনৈতিক মহল। পাহাড়ে যাওয়ার আগে মমতা বলেন, ‘‘প্রায় বছর দেড়েক বাদে দার্জিলিংয়ে যাচ্ছি। কার্শিয়াংয়ে মাঝে একবার গিয়েছিলাম। আমি সব সময় চাই দার্জলিং ভালো থাকুক। তরাই ডুয়ার্স আচ্ছা রহে। সব মানুষ ভাল থাকুক। রাজবংশী, কামতাপুরী, গোর্খা, হোক। সবাইকে শুভকামনা জানাচ্ছি।’’

এবার প্রায় দেড় বছর পড়ে পাহাড়ে এলেন মুখ্যমন্ত্রী। এসেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। মঙ্গলবার সকালে  প্রাতঃভ্রমণে বেরিয়ে নেহেরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ববাংলার স্টল ঘুরে দেখেন তিনি। এছাড়া বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান তিনি। কথা বলেন দোকান মালিকদের সঙ্গে। এরপর সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রিচমন্ড হিল থেকে বেরিয়ে ম্যালের উদ্দেশে হাঁটতে থাকেন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।