দাবি শুনলেন মুখমন্ত্রী,সোমবার আসতে বললেন নবান্ন এ
মুখমন্ত্রী,সোমবার আসতে বললেন নবান্ন এ।।১০ জনের বেশি না।আন্দোলনকারীদের আর্জি মুখ্যমন্ত্রীর এবার অনশন তুলে নিন।। একটা একটা দাবি তুলে ধরলেন ডাক্তার, পাল্টা যুক্তি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ফোনালাপ।