" ২৬ এ পিসি - ভাইপো সরকারকে উৎখাত করুন "- সম্বর্ধনা সভায় শপথ শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়। সায়েন্স সিটিতে আয়োজিত হয় সম্বর্ধনা সভা। সভার মঞ্চ থেকে প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী নতুন সভাপতিকে অভ্যর্থনা দেওয়ার পাশাপাশি ২০২৬ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে শাসক দলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারিও দিলেন তিনি।
সূত্রের খবর , আজ সাইন্স সিটিতে রাজ্য বিজেপি সভাপতির সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক রাজ্য বিজেপি কর্মী সহ নেতৃত্বরা। এদিন সম্বর্ধনা মঞ্চ থেকে বিজেপিকে আরও সংঘঠিত করতে এবং তৃণমূল সরকারকে উৎখাত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বার্তা দেন শুভেন্দু অধিকারী। সম্বর্ধনার মঞ্চ থেকে তিনি শাসক দলকে “হিন্দু অত্যাচারী মুসলিম লিগ ২ সরকার” বলে কটাক্ষ করেন। একই সঙ্গে বলেন, “২০২৬-এ পিসি-ভাইপোর চোর সরকারকে উপড়ে ফেলবে বিজেপি।”
পাশপাশি সিপিএমের বিরুদ্ধে কড়া বার্তাও দেন তিনি। বলেন, "এই সিপিএম মাকুরা লোকসভা নির্বাচনে ১২টি আসনে বিজেপির ক্ষতি করেছে।” একই সঙ্গে অভিযোগ তোলেন, “ওরা ধর্মনিরপেক্ষতার নাম করে মুসলিম মিছিলে হাঁটে, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে। এদের থেকে সতর্ক থাকতে হবে।”
শুভেন্দু অধিকারীর বক্তব্যে একাধিকবার উঠে এসেছে হিন্দু ভোট সংযুক্তকরণের গুরুত্ব। তিনি বলেন, “৬৮% হিন্দু ভোট পেয়েছিলাম গত লোকসভা ভোটে। এবার যদি ৮০% হিন্দু ভোট পড়ে, তাহলে বিজেপি নিরঙ্কুশ জয় পাবে।” তিনি কর্মীদের পরামর্শ দেন বুথভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে এবং রোহিঙ্গামুক্ত বুথ গড়তে।