৫৯ জন কর্মীকে বিনা নোটিশে কারখানা থেকে ছাটাই, বিক্ষুদ্ধ শ্রমিকেরা
নিজস্ব প্রতিনিধি , হুগলি - বিনা নোটিশে চাকরি থেকে ছাটাই প্রতিবাদে অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ শ্রমিকেরা। দীর্ঘ ২০/২২ বছর ধরে কাজ করছেন তারা। হটাৎ করে কাজ চলে গেলে খাবেন কি? কোনো কারণ ছাড়াই তাদের বাদ দিয়ে, গেট পাস লক করে হয়। অভিযোগ বেরোতে পর্যন্ত পারেনি বহু শ্রমিক।
সূত্রের খবর , বুধবার সকাল আটটা নাগাদ হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সি এ এম এন্টারপ্রাইসের অফিস গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। কোনো অফিসার অফিসে ঢুকতে পারে নি। ৫৯ জন শ্রমিককে বিনা নোটিসে ছাটাই করা হয়েছে বলে অভিযোগ। এর আগে ডেপুটেশন দেওয়া হয়েছিল শ্রমিকদের পক্ষ থেকে। ১ তারিখ পর্যন্ত সময় নিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু সমস্যার হয় নি কোনো সমাধান।
অভিযোগ, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয় শ্রমিকদের। গেট পাস্ লক করে দেওয়া হয় বহু শ্রমিক বাইরে বেরোতে পারেনি। পরে বন্দরের সিআইএসএফের পা ধরে বেরিয়ে আসতে হয়। দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছে তারা। হটাৎ কাজ চলে গেলে খাবো কি ?দুশ্চিন্তায় শ্রমিকরা। এরপর হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের কাছে যায় তারা `
ঘটনা প্রসঙ্গে শেখ আলী অজগর বলেন, "ম্যানেজমেন্ট চক্রান্ত করে শ্রমিকদের বাদ দিয়ে বাইরে থেকে অবৈধ কম মজুরি দিয়ে অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করতে চাইছে ম্যানেজমেন্ট। আট মাস আগেও এরকম করে কয়েকজন শ্রমিকদের ছাটাই করেছিল কতৃপক্ষ। এমনকি ওভারটাইম করা শ্রমিকদেরও তারা ছাটাই করে দিতে চাইছে।"
হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বলেন , "ম্যানেজমেন্টকে জানানো হয়েছিল ১ তারিখের মধ্যে তাদের আবার নিয়োগ করতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত করেননি। বার বার বলা সত্ত্বেও কোনো হেলদোল নেই কোম্পানির। যদি কোম্পানির কাজ না থেকে থাকে তাহলে অফিস কেন খুলছে? এর দ্রুত সমাধান না হলে অন্য কোম্পানিকে দিয়ে কাজ করানো হবে। "