কেজরীওয়ালের সঙ্গে চুক্তি, ভোটের প্রচারে আইপ্যাক
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সব ঠিক থাকলে ২০২৫-এ দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। দিল্লির সিংহাসন নিজেদের দখলে রাখতে পরামর্শদাতা সংস্থার শরণাপন্ন হলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। প্রতীক জৈনের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি করে ফেললেন তিনি। এবার দিল্লির ভোটে আপের প্রচারে আইপ্যাক।
সূত্রের খবর, আইপ্যাকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের। ২০২০ বিধানসভা ভোটে আইপ্যাকের সঙ্গে কাজ করেছে আপ। যদি সেই সময় আইপ্যাকের মাথায় ছিলেন প্রশান্ত কিশোর। তবে এখন পিকের জীবনে আইপ্যাক অতীত। বিহারে নিজের নতুন রাজনৈতিক দল করেছেন তিনি। বর্তমানে আইপ্যাকের মাথায় রয়েছেন প্রতীক জৈন।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটে আইপ্যাকের হাত ধরেই কেন্দ্রে এসেছিল মোদি সরকার। ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সাফল্যের পিছনে ছিল আইপ্যাক। অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা হিসাবেও কাজ করেছে আইপ্যাক।