পাকিস্তানের মিথ্যার পর্দাফাঁস করল ভারত, দৃঢ় বার্তা দিলেন তিন বাহিনীর প্রধান
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - যুদ্ধ বিরতির ঘোষণার পর তিন সেনা বাহিনীর কমান্ডার এক যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের ভুয়ো প্রচারের জবাব দিলেন সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সহ। প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় গুজবের জবাব দিয়ে ভারত প্রমাণ করল যুদ্ধের ময়দানে তারা যথেষ্ট শক্তিশালী ও প্রস্তুত।
সূত্রের খবর, শনিবার বিকেল ৫ টায় দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর স্থল, জল ও আকাশ এই তিন বাহিনীর পক্ষ থেকে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন নৌসেনার কমান্ডার রঘু নায়ার, সেনা বাহিনীর কর্নেল সোফিয়া খুরেশি এবং উইং কমান্ডার ভ্যৌমিকা সিং। অপারেশন সিঁদুর ও তার পরবর্তী যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান একাধিক ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করে। আর সেই বিষয়েই সেনা প্রধানরা জানিয়েছেন, " পাকিস্তান দাবি করেছে ভারতের S-400 তারা তাদের JF-17 দিয়ে ধ্বংস করেছে, যা সম্পূর্ণভাবে ভুল তথ্য। এছাড়াও, শ্রীনগর, জম্মু, পাঠানকোট সহ ভারতের একাধিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা।"
কর্নেল সোফিয়া খুরেশির আরও বলেন, " পাকিস্তান প্রেস কনফারেন্স এর মাধ্যমে মিথ্যে অভিযোগ ছড়ায় যে ভারতীয় সশস্ত্র বাহিনী মসজিদকে নিশানা করেছে। কিন্তু এখানে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা সব ধর্মের উপাসনাস্থলের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র জঙ্গি শিবির ও ভারতের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের সমাপ্তি ঘটানো। ভারতীয় সেনাবাহিনী কোনো ধর্মীয় স্থানে হামলা চালায়নি। ভারতের প্রত্যুত্তরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের রাডারগুলো ধ্বংস হওয়ায় পাকিস্তানের আকাশসীমা রক্ষার ক্ষমতা একপ্রকার শেষ হয়ছে।"
সবশেষে নৌ বাহিনীর কমান্ডার রঘু নায়ার পাকিস্তানের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, " ভারতীয় সেনা, নৌ ও বায়ু সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত ও সজাগ আছে। মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমরা অটল। ভবিষ্যতে যদি আবার কোনো ধরনের আগ্রাসন হয়, তবে তা আরও দৃঢ় প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। জাতির প্রতিরক্ষায় যা কিছু প্রয়োজন, তা চালু করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।"