"বাংলাকে টার্গেট করছে বিজেপি": ডিক্লারেশন ফর্ম নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - দিঘায় সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন ও বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, কেন্দ্রীয় কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি চালু করার চেষ্টা করছে। ডিক্লারেশন ফর্মে থাকা তথ্যের উপরে সন্দেহ প্রকাশ করলেন তিনি।
সূত্রের খবর, বাংলায় অবৈধ ভোটার সরিয়ে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন একটি "ডিক্লারেশন ফর্ম" সমস্ত রাজ্যের কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই নির্দেশিকার দুটি ফর্ম পাঠানো হয়েছে। আর নির্বাচন কমিশনের এই ডিক্লারেশন ফর্ম নিয়ে আপত্তি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার সমুদ্রতট থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, " নির্বাচন কমিশন আমাদের ক্রীতদাস ভাবছে। কিন্তু নির্বাচিত সরকার কারোর ক্রীতদাস নয়।"
মুখ্যমন্ত্রী বলেন, "ভোটার লিস্টে নাম তোলার জন্য কমিশনের পাঠানো ডিক্লারেশন ফর্মে এমন কিছু নিয়মাবলি রাখা হয়েছে, যা এনআরসির থেকেও বিপজ্জনক। বিশেষ করে ১৯৮৭ থেকে ২০০২ সালের মধ্যে যাদের জন্ম, শুধুমাত্র তাদের তথ্য কেন চাওয়া হচ্ছে?ফর্ম ফিলাপ করতে গেলে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হবে কেন?" এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্নে সরব হন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর মতে, এই ফর্মের মাধ্যমে বাংলার পরিযায়ী ও সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলির মাধ্যমে ভোট দখলের চেষ্টা করছে বিজেপি। বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বলবে না কারণ সেখানে মোদি যা বলবে তাই হবে কিন্তু বাংলার ক্ষেত্রেই নির্বাচন কমিশন সব নিয়ম বাংলার ক্ষেত্রেই, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
সাধারণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, " নির্বাচন কমিশনের এই ফর্মে অনেক গরমিল আছে। বিজেপি অন্য রাজ্যের বাসিন্দাদের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করছে। আপনারাও বিষয়টি নজরে রাখুন। আপনারা ফর্মে দেখে নিন ভালো করে। আপত্তিজনক কিছু মনে হলে তা করবেন না। দরকারে সমবেত প্রতিরোধ গড়ে তুলুন।"