বাংলা বললে বাংলাদেশী, হাওড়া মেট্রো স্টেশনে হেনস্থার শিকার বাঙালি যাত্রী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - বাংলা বললে সে বাংলাদেশী। আর তাই বাংলায় টিকিট চাইতে হাওড়া মেট্রোয় হেনস্তার শিকার যাত্রীরা। অবাঙালি মেট্রো কর্মীর দাবি, সব বাঙালিই বাংলাদেশী। এর প্রতিবাদে মঙ্গলবার মেট্রো স্টেশনেই উঠল 'জয় বাংলা' স্লোগান। পাশাপাশি অভিযুক্ত মেট্রো কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বুধবার এক যাত্রী টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলেন। আর তাতেই আপত্তি করেন অভিযুক্ত মেট্রো কর্মী। পাশাপাশি বাঙালিদের বাংলাদেশি বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে সরব হন নিত্যযাত্রীরা। জয় বাংলা স্লোগান তোলেন তাঁরা। এরপরই মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়। তারপরই কড়া পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। একদিনের জন্য ওই কর্মীকে সরানো হয়েছে টিকিট বুথ থেকে। পাশাপাশি শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।
বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে সরব হয়েছেন একাধিক যাত্রী। এক যাত্রীর বলেন, "ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা। বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে, আবার বাংলার অফিসে বসেই বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন।"