"তুরস্কের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে পাকিস্তান" - জানালেন কর্নেল সোফিয়া খুরেশির
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - অপারেশন সিঁদুরের পর থেকে ভারত - পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। গতকাল একের পর এক ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান, তবে ভারতও তার পাল্টা জবাবে জবাব দেয়। সেই আক্রমণের বিষয় নিয়ে আজ বিস্তারিত জানালেন কর্নেল সোফিয়া খুরেশির।
সূত্রের খবর, অপারেশন সিঁদুরের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান প্রতিটি ঘাত প্রতিঘাতের বিষয়ে বিস্তারিত জানিয়ে আসছে কর্নেল সোফিয়া খুরেশির ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা চালায়। এই বিষয়ে সোফিয়া খুরেশির জানিয়েছেন, " ভারতের ৩৬ টি স্থানে প্রায় ৩০০-৪০০ টি জনের মাধ্যমে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু সেই হামলা ব্যর্থ করেছে ভারত। পাক সেনার ব্যবহৃত সব ড্রোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে তুরস্কের ড্রোন ব্যবহার করে পাকিস্তান হামলা চালাচ্ছে।"
সোফিয়া খুরেশির আরও জানান, " পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালায় যার দ্বারা কিছু ভারতীয় সেনা জখম হয়েছে। জম্মু-কাশ্মীর, উড়ি, পুঞ্চ ও উধমপুরে ড্রোন দিয়ে আক্রমণ চালায়। ভারতীয় বায়ু সেনা পাল্টা জবাবে পাকিস্তানের ৪ টি রেডার ধ্বংস করেছে।"
তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য তিনি জানান, " পাকিস্তান যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে সামরিক হামলার ছক কষেছে। যেখানে তারা জানে ভারতের হামলার ফলে এর তীব্র প্রতিক্রিয়া হবে। যা ভারত ও পাকিস্তানের মধ্যে চলা আন্তঃরাষ্ট্রীয় বিমানগুলোর জন্য খুবই ক্ষতিকর হবে। "
তবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের তৎপরতায় অধিকাংশ ড্রোনই আকাশেই ধ্বংস করা হয়েছে। সেনার গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্য করে হামলার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে।