'দাঙ্গা করার চেষ্টা করবেন না', রামনবমী নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রামনবমী নিয়ে চাপানউতোর চলছে রাজ্য রাজনীতিতে। অশান্তি হতে পারে বলে আশঙ্কা পুলিশের তরফে। এই নিয়ে এবার বিজেপিকে কড়া হুঁশিয়ারি শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যা-ই হোক, দাঙ্গা সহ্য করবে না।"
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্ম রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম তপোবনের নয়, বেদ বেদান্তের নয়। দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। এটা ওদের গেমপ্ল্যান। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি সাবধান করছি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যাই হোক, দাঙ্গা সহ্য করবে না। বাংলা সংস্কৃতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানি, জুমলা পার্টিকে নয়।"
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "আমি জুমলা পার্টিকে বলব, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজো করি। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করে। পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চই করতে পারবেন। পুলিশের বিধিনিষেধ মেনে। অন্য জায়গায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে আমাদেরও অনেকে মিছিল করেন। আমার তাতে আপত্তি নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে হোক।"