তামিল অভিনেত্রী ওভিয়া হেলেনের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিদিনই নানা তারকার নাম জড়াচ্ছে বিতর্কে। আর এবার সেই তালিকায় নাম জড়ালো জনপ্রিয় তামিল অভিনেত্রী ওভিয়া হেলেনের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে উঠেছে বিতর্ক ও বিভ্রান্তি।
সূত্রের খবর, ২০২৪ সালে প্রকাশ্যে আসে একটি ভিডিও, যেখানে এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হয়, সেই ভিডিওতে থাকা মহিলাটি ‘বিগ বস তামিল সিজন ১’-এর প্রতিযোগী ওভিয়া হেলেন। দ্রুত ভাইরাল হওয়া ভিডিওটি অভিনেত্রীর কর্মজীবনের ওপর বড়সড় প্রভাব ফেলে।
এই প্রসঙ্গে অভিনেত্রী সরাসরি কিছু না জানালেও, ওভিয়ার ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই ভিডিওটি স্পষ্টভাবে মিথ্যা এবং বিকৃত। এটি কোনোভাবে ওভিয়া হেলেনের সঙ্গে সম্পর্কিত নয়।" পাশাপশি, ভিডিওটি তিনি সম্পূর্ণ ডিপফেক বলেও দাবি করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওভিয়া কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, তিনি ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাইবার সেলের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তাঁর ম্যানেজার নিশ্চিত করেছেন, এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।