কাকার সঙ্গে গভীর শারীরিক প্রেম , বিয়ের ৪৫ দিনের মাথায় পরকীয়ার বলি স্বামী
নিজস্ব প্রতিনিধি , বিহার - আবারও বিয়ের পর স্ত্রীর হাতে খুন স্বামীর। ঔরঙ্গাবাদ জেলায় ঘটে গেল নৃশংস এক হত্যাকাণ্ড। বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করালেন স্ত্রী। ঘটনাটি সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, গত ২৪ জুন প্রিয়াংশু উত্তরপ্রদেশের চান্দৌলি এলাকায় ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরছিলেন। সেই সময়ই তাকে লক্ষ্য করে দুই অজ্ঞাত পরিচয়ের যুবক গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা প্রিয়াংশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রিয়াংশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ।
পুলিশি তদন্তে তার স্ত্রী গুঞ্জার নাম উঠে আসে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, গুলিচালনার দিন স্ত্রী গুঞ্জা সিংহ আচরণে অস্বাভাবিকতা দেখান ও বাড়ি ছেড়ে পালাতে চেষ্টা করেন। তাতেই সন্দেহ বাড়ে পুলিশের।
গুঞ্জাকে আটক করে জেরা করা হলে উঠে আসে বিস্ফোরক তথ্য। গুঞ্জার তার নিজের কাকা জীবন সিংহের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যা বিয়ের পরেও চলছিল। গোপন সেই সম্পর্ক বজায় রাখতে গুঞ্জা স্বামী প্রিয়াংশুকে হত্যার পরিকল্পনা করে। পরিবারের চাপে গুঞ্জাকে প্রিয়াংশুর সঙ্গে বিবাহ করতে হয়। কিন্তু বিয়ের পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না পারায়, জীবন ও গুঞ্জা মিলে ভাড়াটে খুনি দিয়ে প্রিয়াংশুকে হত্যার ছক করে।
এই ঘটনায় পুলিশ গুঞ্জা, জীবন এবং আরও একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, খুন ও ভাড়াটে খুনি নিয়োগের ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং এতে আরও কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।