হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক, বাংলাদেশ সরকারকে অনুরোধ দিল্লির জামা মসজিদের ইমামের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দিনে দিনে বাংলাদেশে বেড়েই চলেছে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার বার্তা দিলেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। সে দেশের সরকারকে চিঠিও দিয়েছেন তিনি।
দিল্লির জামা মসজিদের ইমাম জানান, “আশা করি সংখ্যালঘু হিন্দুদের ওপরে হওয়া অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ করবেন বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনুস। আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন তিনি। মুসলিম অধ্যুষিত দেশ হলেও সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকা উচিত নয় বাংলাদেশে।“
তিনি আরও জানান, “হিন্দুদের ওপর যে অত্যাচার, অবিচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিষয়টি সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।“ উল্লেখ্য, প্রতি নিয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে আঁকা রয়েছে ভারতের জাতীয় পতাকা। তা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে বাংলাদেশের পড়ুয়ারা। এই লজ্জাজনক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।