'ধর্ষণকারীর বংশধর', মোদিকে-যোগীকে তুলধোনা কল্যাণের
নিজস্ব প্রতিনিধি , হুগলি - তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের বিতর্কের কেন্দ্রে। কলেজে অস্থায়ী চাকরি, বিজেপির ভূমিকা, ধর্ষণের পরিসংখ্যান, বিরোধী নেত্রীদের বিরুদ্ধে আক্রমণ। সব মিলিয়ে একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
সূত্রের খবর, ফের একবার তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্য। অস্থায়ী চাকরি নিয়ে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেন, " আমার ব্যক্তিগত ভাবে মনে হয় কোনো নেতার কলেজের অস্থায়ী পদে থাকা উচিত নয়। পদ যদি দিতেই হয় অন্য তৃণমূল কর্মীরা আছে তাদের দেওয়া হোক।" তিনি সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, " সিপিএমের সময় তাদের দলের কর্মীদের চাকরি দিয়ে রেখেছিল এখন বাকিরা আর কাজ চাকরি পাবে কি করে?মোদি আসুক আর যোগী আসুক বাংলায় মমতাই থাকবে।"
ধর্ষণ প্রসঙ্গে বিজেপি শাসিত রাজ্যকে কাঠগড়ায় রেখে কল্যাণ বলেন, " সবচেয়ে বেশি রেপ উত্তরপ্রদেশ আর দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে ৪ টে করে। ধর্ষণের পর রেপিস্টদের বেল দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে।"
অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, " ভারত এর আগে কখনও এরম ব্যর্থ প্রধানমন্ত্রী পায়নি। মুখেই শুধু ফটোর ফটোর, কাজের বেলায় কিছু করতে পারে না। নরেন্দ্র মোদির পাপের জন্যই এত মানুষ মরছে।"
পাশাপশি, শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, " বিজেপি বিরোধী দলনেতা হবে না। বিরোধী দল থাকবে কিন্তু দলনেতা পাবে না। বাম কংগ্রেস তো নেই। ওদের কিছু হবে না। ধর্ষণকারীদের বংশধর দের রেখে দিয়েছে।"