পুজোর পর সুখবর : বীমা আর স্বাস্থ বিমায় বিলুপ্ত হয়ে গেল GST
আগামী মাসে থেকে সস্তা হবে স্বাস্থ্য ও জীবন বিমা? পণ্য ও পরিষেবা কর নির্ধারণকারী জিএসটি কাউন্সিলের বৈঠক থাকায় এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। আম জনতাকে আরও বেশি করে স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্র। ১৩ অগস্ট সেই দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্র। এবারের বৈঠকে বেশ কিছু ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞ। বর্তমানে স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি ধার্য রয়েছে ১৮ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবশ্য সংসদে জানিয়েছেন, পণ্য ও পরিষেবা কর চালুর আগে এই দুই ইনস্যুরেন্সে নানা ধরনের ট্যাক্স নেওয়া হত। তাছাড়া বিমায় নেওয়া জিএসটির একটি বড় অংশ রাজ্যগুলি পায় বলে জানিয়েছেন তিনি। সেপ্টেম্বরের বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি কমানোর ক্ষেত্রে সমস্ত রাজ্য সর্বসম্মতি রাজি হতে পারে। ১৩ অগস্ট ভোপালের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে নির্মলা বলেন, ‘পারলে কর শূন্য করে দিতাম। অর্থমন্ত্রী হিসেবে সরকারের আয় বৃদ্ধি করাই আমার কাজ। আম জনতাকে সমস্যায় ফেলা নয়।’ জিএসটি কাউন্সিলের বৈঠেকের মুখে তাঁর এই মন্তব্যে আশার আলো দেখছে।