ভারত প্রথমবারের মতো SDG র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০-তে
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দৌড়ে বড় সাফল্য পেল ভারত। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৩টি দেশের মধ্যে প্রথমবারের মতো ৯৯তম স্থানে উঠে এসেছে ভারত।
সূত্রের খবর, SDSN-এর ২০২৫ সালের দশম বার্ষিক টেকসই উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী ভারতের স্কোর ৬৭। তুলনায় চীন রয়েছে ৭৪.৪ পয়েন্ট নিয়ে ৪৯তম স্থানে এবং যুক্তরাষ্ট্র ৭৫.২ পয়েন্ট পেয়ে ৪৪তম স্থানে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতা দেখলে দেখা যাবে ভারত ২০২৩ সালে ছিল ১১২তম, ২০২৪ সালে ১০৯তম স্থানে। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা রয়েছে ৯৩তম স্থানে, এবং মালদ্বীপ ৫৩তম স্থানে।
উল্লেখ্য, ২০১৫ সালে জাতিসংঘের নেতৃত্বে যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য গৃহীত হয়েছিল তা ছিল ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু সুরক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সমতা আনয়নের প্রতিশ্রুতি। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক।
তবে এদের মধ্যে অনেক দেশই জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত লক্ষ্যে চ্যালেঞ্জের মুখে। এই র্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি একটি আশাজনক ইঙ্গিত। যা বোঝায় সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রগুলিতে সরকারের নীতি এবং জনসচেতনতামূলক উদ্যোগ কার্যকর হচ্ছে।