পহেলগাঁও হামলার বিরুদ্ধে কোয়াডের তীব্র নিন্দা, জবাবদিহির বার্তা জয়শঙ্করের
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি - ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে প্রতিক্রিয়ার ঢেউ। কোয়াডের চার পররাষ্ট্রমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের বার্তা দিয়েছেন। অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসকে যে প্রশ্রয় দেওয়া হবে না সেই বার্তাও দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
সূত্রের খবর, পাহেলগাঁও হামলা ছিল ২০২৫ সালের অন্যতম ভয়াবহ জঙ্গি আক্রমণ। কোয়াডের চার দেশের — ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হয়ে এই হামলার কড়া নিন্দা করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং সীমান্তে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
বুধবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, " সন্ত্রাসবাদের অপরাধীদের জবাবদিহির আওতায় আনতেই হবে। এবং সেই প্রক্রিয়ায় ভারত পিছিয়ে থাকবে না।" তিনি আরও জানান, ‘অপারেশন সিঁদুরের' নামে একটি সামরিক-প্রতিরক্ষা অভিযানের লক্ষ্য হলো সন্ত্রাসীদের খোঁজা, তাদের সমর্থনকারীদের সামনে আনা, অর্থদাতাদের দমন এবং সন্ত্রাস মদতদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।"
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৫ এপ্রিলের বিবৃতির সঙ্গে অপারেশন সিঁদুর সামঞ্জস্যপূর্ণ। ওই বিবৃতিতেও সন্ত্রাসবাদীদের আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনার কথা বলা হয়।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ শুধু দেশের ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি বিশ্বের সামনে জঙ্গি হানার বিরুদ্ধে ভারতের এক কঠিন বার্তা। কোয়াডের চার সদস্যের ঐক্যবদ্ধ অবস্থান ও আন্তর্জাতিক সমর্থন ভারতের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।