ভোটার তালিকায় গন্ডগোল, নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিৰ্বাচন কমিশনের ভোটার তালিকায় এবার একাধিক পরিবর্তন। বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় নতুন ভোটারের অন্তর্ভুক্তি। আর সেই নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় দুই ঘন্টার আলোচনা চলে। এই আলোচনার অন্তর্ভুক্ত ছিল ভোটার তালিকার অস্বচ্ছতা , হঠাৎ নাম অন্তভুক্তির মতন নির্বাচন বিষয়ক একাধিক বিষয়।
সূত্রের খবর, সম্প্ৰতি নির্বাচন কমিশন তাদের ভোটার তালিকা প্রকাশিত করেন। পাশাপাশি, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য একাধিক নিয়মাবলী জারি করেন। আর তার প্রতিবাদ জানান শাসক দল সহ অন্যান্য দলের প্রতিনিধিরা। মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের প্রতিনিধিদল। যাদের মধ্যে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ,ফিরহাদ হাকিম , চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু নির্দেশিকায় ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে একতরফাভাবে কাজ চলছে। এতে গণতান্ত্রিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে।
বৈঠক শেষে বাইরে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, " নির্বাচন কমিশন নিজেই বলেছে, ভোটার যেন বাদ না পড়েন, সেটাই এসআইআর-এর উদ্দেশ্য। কিন্তু যেভাবে পুরনো ভোটারদের বাদ দেওয়া ও সন্দেহজনক বয়সের নতুন ভোটার অন্তর্ভুক্তি ঘটছে, তা উদ্বেগজনক।’’
পাশপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। নির্বাচনে রাজ্য চায় রাজ্য পুলিশ দিয়ে ভোট হোক, অন্যদিকে বিজেপির দাবি সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। এই নিয়ে তৃণমূল একটি মধ্যস্থতার প্রস্তাব দেয় এবং কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে।