ইহুদি ছাত্রদের অধিকার লঙ্ঘন, হার্ভাডের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ট্রাম্প
নিজস্ব প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্র - ফের একবার হার্ভাডের বিরুদ্ধে সুর চড়ালো ট্রাম্প। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ইজরায়েল-বিরোধী ছাত্র আন্দোলনের রেশ গড়াল হোয়াইট হাউস পর্যন্ত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার সরব হল ট্রাম্প প্রশাসন।
সূত্রের খবর, সাম্প্রতিক গাজা যুদ্ধের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলা প্রতিবাদ বিক্ষোভের সময় ইহুদি এবং ইজরায়েলি পড়ুয়াদের নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ওই ছাত্রদের প্রতি উদাসীন মনোভাব দেখিয়েছে এবং তাদের নাগরিক অধিকার লঙ্ঘন করেছে।
এই প্রসঙ্গে হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গার্বারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি, "ভুল না শুধরালে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অনুদান বন্ধ করে দেওয়া হবে।" ইতিমধ্যেই হার্ভার্ডের প্রায় ২০০ কোটি টাকার অনুদান স্থগিত রাখা হয়েছে বলে জানা যায়।
এছাড়াও, শিক্ষা দফতরের নির্দেশে হার্ভার্ডের একাধিক গবেষণা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, এবং করছাড় সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রত্যাহার করা হয়েছে। বহু গবেষককে কার্যত কাজ বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে।
যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন ও নিরপেক্ষ ভাবে চালাতে আগ্রহী। হার্ভার্ড বনাম হোয়াইট হাউস সংঘাত আরও জটিল আকার নিচ্ছে।