আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মোদির সঙ্গে কথা বললেন শুভাংশু শুক্লা
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রাকেশ শর্মার পর ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনি। মহাকাশ থেকেই শনিবার সরাসরি বার্তা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে, আর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
সূত্রের খবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে ভারতের জন্য এক ইতিহাস তৈরি করেছে শুভাংশু শুক্লা। ইতিমধ্যেই সেখানে ৪৯ ঘণ্টার বেশি সময় কাটিয়ে ফেলেছেন এই বায়ুসেনা অফিসার ও নভশ্চর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি যোগাযোগ করেন শুভাংশুর সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, " আপনি হয়তো ভারত থেকে বহু দূরে, কিন্তু ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে আপনি কাছেই আছেন।"
শুভাংশুও পাল্টা বলেন," এই যাত্রা কেবল আমার একার নয়, গোটা দেশের। আপনার নেতৃত্বে ভারত স্বপ্নপূরণের সুযোগ পাচ্ছে। আমি সুস্থ ও সুরক্ষিত আছি। ১৪০ কোটি ভারতীয়ের শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে, এটাই আমার সাহস।" মহাকাশ থেকে এক আবেগঘন বার্তায় শুভাংশু শুক্লা বলেন, " হাঁটাচলা থেকে খাওয়াদাওয়া, মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে সবটাই এক অন্যরকম অভিজ্ঞতা। এটা একেবারে নতুন অনুভূতি, একেবারে শিশুর মতো সব কিছু নতুন করে শিখতে হচ্ছে।"
নভশ্চর আরও বলেন, "মহাকাশ থেকে ভারতকে অনেকটাই বড়ো দেখায়। এখান থেকে কোনো বর্ডার বা কোনো রাজ্য কিছুই বোঝা যায় না। শুধু মনে হয় সবটাই একই রকম।"