মহাকাশ থেকে ভারতের দৃশ্য 'অসাধারণ', জানালেন সুনীতা উইলিয়ামস
নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা - মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে? সাংবাদিকদের প্রশ্নে মন ছুঁয়ে যাওয়া জবাব দিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তাঁর উত্তর, ভারতের দৃশ্য 'অসাধারণ'। ৮ দিনের বদল ৯ মাস মহাকাশে কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা ও বুচ উইলমোর।
সাংবাদিক সম্মেলনে সুনীতা বলেন, "ভারত অসাধারণ। আমরা যতবার হিমালয়ের ওপর দিয়ে গিয়েছি, বুচ ততবার দুর্দান্ত কিছু ছবি তুলেছেন। ভারতের প্রচুর রঙ। যখন পূর্ব দিক থেকে এসে গুজরাত, মুম্বইয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছিল, তখন একগুচ্ছ মাছ ধরার নৌকা দেখা যায় সমুদ্রে। বড় বড় শহর থেকে ছোট শরের আলোর নেটওয়ার্ক দেখতে রাতে অসম্ভব সুন্দর লাগত। আর দিনের বেলায় হিমালয় দেখতে দুর্দান্ত লাগত।"
অ্যাক্সিওম মিশন নিয়ে তিনি বলেন, "এটা বেশ চমৎকার হবে। ভারতীয় বায়ুসেনার অফিসার শুভাংশু শুক্লা একজন হোমটাউন হিরো হবেন। ভারতীয়দের কাছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিষয়ে নিজের দৃষ্টিকোণ কথা বলতে সক্ষম হবেন তিনি। আমি আশা করি, কখনও না কখনও আমি তাঁর সঙ্গে দেখা করতে পারব। ভারতীয়দের সঙ্গে আমারা আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব। ভারত একটি মহান দেশ। একটি দুর্দান্ত গণতন্ত্র। তারা এখন মহাকাশে পাড়ি জমাতে চাইছে। তাদের সাহায্য করতে ভালো লাগবে আমাদের।"
উল্লেখ্য, দীর্ঘ ৯ মাস পর ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশ যান। পৃথিবীতে পদার্পণ করেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর।অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত মার্কিন নৌসেনার বোটে করে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় তাঁদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা।