ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দুই মহিলা মাওবাদী
নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - নারায়ণপুর জেলায় নকশাল বিরোধী অভিযানে ফের এক সাফল্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই মহিলা মাওবাদী। উত্তপ্ত নারায়নপুর এলাকা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর ও কোন্ডাগাঁও জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে আবুঝামাদ অঞ্চলে মাওবাদবিরোধী অভিযান চালায়। সেই অভিযানেই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে নিহত হয় দুই মহিলা মাওবাদী। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী একটি ইনসাস রাইফেল এবং একটি .৩১৫ বোরের রাইফেলও উদ্ধার করেছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু করে ছত্তিশগড় রাজ্য জুড়ে পরিচালিত একাধিক অভিযানে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী মাওবাদীও রয়েছে। আর তা আরও একবার প্রমাণিত হল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ছত্তিশগড় সফরে গিয়ে জানান, বর্ষাকালেও মাওবাদ বিরোধী অভিযান জোরকদমে চালিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, “২০২৬ সালের মধ্যে দেশে মাওবাদী সমস্যার সম্পূর্ণ অবসান ঘটানোই সরকারের লক্ষ্য।"
ছত্তিশগড়ের বস্তার ডিভিশন তথা নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঙ্কের, কোন্ডাগাঁও ও সুকমা অঞ্চল মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে “রেড করিডোর” নামে পরিচিত এলাকায় নিরাপত্তা বাহিনী দুর্গ দখল ও আস্তানা গুঁড়িয়ে দিতে বিশেষ অভিযানে নেমেছে।