DYFI - SFI এর থানা ঘেরাও, কসবা গণধর্ষণ কান্ডে উত্তাল শহর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনার জেরে ফুঁসছে ছাত্র সমাজ। দোষীদের কড়া শাস্তির দাবিতে পথে নামল DYFI, SFI এবং SUCI-র ছাত্র-যুব সংগঠনগুলি। পোস্টার ছিঁড়ে, পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ কলেজ চত্বরে। উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।
সূত্রের খবর, কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত গোটা শহর। শুক্রবার কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে দুপুর থেকেই শুরু হয় DYFI এবং SUCI-র বিক্ষোভ কর্মসূচি। কলেজের মূল গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কলেজ চত্বরে শুরু হয় শ্লোগান, প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ করা।
SFI ও DYFI-র যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কসবা পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে কসবা থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা থানাকে ঘেরাও করে দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও সঠিক তদন্তের দাবি তোলেন।
এই প্রতিবাদের মধ্যেই কলেজের গেট টপকে ভিতরে ঢুকে চত্বরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছিঁড়ে ফেলে SFI ও DYFI-এর সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি একটাই, এভাবে কতদিন আর বাংলার মেয়েদের নিরাপত্তা হিনতায় ভুগতে হবে।
বিক্ষোভকারীদের মূল দাবি একটাই, ঘটনার সময় কলেজ চত্বরে নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল। অভিযুক্তদের রাজনৈতিক রক্ষাকবচ এবং প্রশাসনের পক্ষপাতিত্বের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে।