ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত, শুল্কচাপ কমিয়ে বাণিজ্যচুক্তিতে সিলমোহর
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ভারত-আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি আগামী ৮ জুলাই স্বাক্ষরিত হতে পারে। চুক্তির শর্তাবলি নিয়ে দুই দেশ একমত হয়েছে। চুক্তির ফলে বহু পণ্যে শুল্কছাড় মিলতে পারে, যা উভয় দেশের রপ্তানি শিল্পকে চাঙ্গা করবে।
সূত্রের খবর, ভারতের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে গিয়ে চুক্তি চূড়ান্ত করে। আলোচনায় উঠে আসে, ভারত থেকে রপ্তানি হওয়া পণ্য যেমন- বস্ত্র, গয়না, চর্মজাত সামগ্রী, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি, তৈলবীজ ও ফল ইত্যাদির উপর মার্কিন শুল্ক কমানোর বিষয়।
অন্যদিকে, আমেরিকা চায় ভারত ইলেকট্রিক গাড়ি, মদ এবং ডেয়ারি পণ্যের উপর শুল্ক কমাক। শেষ পর্যন্ত দুই পক্ষই পারস্পরিক ছাড় দিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানা যায়। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এক নতুন ধাপ এগোবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
গত সপ্তাহে হোয়াইট হাউসে আয়োজিত 'বিগ বিউটিফুল ইভেন্ট'-এ ট্রাম্প বলেন," আমাদের সঙ্গে সবাই চুক্তি করতে চায়।" এই মন্তব্য থেকেই ইঙ্গিত মিলেছিল, ভারত-আমেরিকা চুক্তি প্রায় চূড়ান্ত। উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপে আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন।