ট্রাম্পের ঘোষণায় ইরান - ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর
নিজস্ব প্রতিনিধি, ইরান - একাধিক ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণ এবং উত্তেজনার পরে শেষ পর্যন্ত ইরান ও ইজরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণা বিশ্বব্যাপী উদ্বেগের আবহে স্বস্তির বার্তা এনে দিয়েছে। যদিও ইরানের তরফে আনুষ্ঠানিকভাবে চুক্তির স্বীকৃতি এখনও মেলেনি।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে ট্রাম্প একটি বিবৃতিতে জানান, "ইসরায়েল ও ইরান সম্পূর্ণ এবং নিরঙ্কুশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ হবে।" যদিও ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরান তা অস্বীকার করে। তেহরান জানায়, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে তারা একতরফাভাবে হামলা বন্ধ করেছে। যদিও জানা গেছে, ট্রাম্প নিজে ফোনে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও ইরানের শীর্ষ প্রতিনিধি একজন অসামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সেই আলোচনার ফলেই "১২ দিনের যুদ্ধের" অবসান ঘটে।
তবে যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। যার ফলে ইসরায়েলে ৪ জন নিহত হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “যদি ইজরায়েল হামলা বন্ধ না করে, তবে যুদ্ধ থামানো সম্ভব নয়।” এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, " ইরান যদি হামলা না চালায়, ইজরায়েলও প্রতিহিংসামূলক পদক্ষেপ নেবে না—এই শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে।”
তবে যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। তাই বিশ্বজুড়ে স্বস্তি মিললেও বাস্তব মাটিতে পুরোপুরি শান্তি ফিরেছে বলা যাচ্ছে না। আগামী ছয় ঘণ্টা এবং পরবর্তী দিনগুলোই নির্ধারণ করবে এই চুক্তি কতটা কার্যকর হয়েছে।