গাজার ৮৫% ভূখণ্ড দখল ইসরায়েলের, জানাল রাষ্ট্রপুঞ্জ
নিজস্ব প্রতিনিধি, প্যালেস্তাইন - প্রায় দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের মধ্যে ভয়াবহ তথ্য প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। গাজা ভূখণ্ডের ৮৫ শতাংশ এলাকা এখন ইজরায়েলের নিয়ন্ত্রণে। যুদ্ধ, উচ্ছেদ ও হুমকির জেরে গাজা কার্যত বাস্তুচ্যুত জনপদে পরিণত হয়েছে।
সূত্রের খবর, বুধবার রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইজরায়েল গত ২১ মাসের সামরিক অভিযানে গাজা ভূখণ্ডের প্রায় ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এই এলাকায় হয়তো প্যালেস্টাইনিদের জোর করে উচ্ছেদ করা হয়েছে, অথবা তাদের সেই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে গাজা প্রায় পুরোপুরি একটি যুদ্ধ-বিধ্বস্ত, নিয়ন্ত্রিত ভূখণ্ডে পরিণত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা অঞ্চলের আরও দুটি অংশ থেকে সম্প্রতি প্যালেস্টাইনিদের চলে যেতে নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনা। এর ফলে আবারও অন্তত ৮০ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজা কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার ইজরায়েলি হামলায় ১২ জন ত্রাণকর্মী-সহ মোট ১১৮ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫৮১ জন। সময়ের সঙ্গে সংঘর্ষের ভয়াবহতা আরও বেড়েই চলেছে।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের গাজা বিষয়ক বিশেষজ্ঞ জানিয়েছেন, "গাজায় যে পরিকল্পিত হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, তা গণহত্যারই সামিল। ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আইনগত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।"
যদিও এই সময় কাতার, মিশরসহ একাধিক দেশ যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা চালিয়ে গেছে, তবে যুদ্ধ থামার বাস্তব কোনো ইঙ্গিত নেই। বরং সময়ের সঙ্গে সঙ্গে দমন আরও নির্মম হয়ে উঠছে।