ঘানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদি , প্রথম সফরেই রাষ্ট্রীয় সম্মান
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম আফ্রিকা - বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক প্রভাব ক্রমশ শক্তিশালী হচ্ছে। আর তারই স্বরূপ এবার ঘানায় রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সম্মান শুধু দেশের জন্য গর্বের নয় বরং দুই দেশের সম্পর্কও আরও মজবুত হবে।
সূত্রের খবর , বুধবার, ঘানার রাজধানী আক্রায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। আক্রা কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বয়ং রাষ্ট্রপতি মাহামা। দেওয়া হয় গার্ড অফ অনার। স্থানীয় রীতি মেনেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাও জানানো হয়। এরপর এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মানিত করা হয় ঘানার জাতীয় পুরস্কারে। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা। প্রধানমন্ত্রী হিসেবে এটাই মোদির প্রথম ঘানা সফর। সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন , " আমার জন্য এটি খুবই গর্বের বিষয়। ঘানায় যে সম্মানে আমাকে স্বাগত জানানো হয়েছে তাতে আমি খুবই আপ্লুত। রাট্রপতি নিজে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে সেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। "
তিনি আরও বলেন, “দু দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ঘানা ভারতের প্রকৃত বন্ধু। রাষ্ট্রপতি মাহামাকে আমি ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। এই সম্মান আমার একার নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান। ঘানার জনগণ এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই।"
বুধবার ঘানার রাষ্ট্রপতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আলোচনায় উঠে আসে আর্থিক সহযোগিতা, প্রতিরক্ষা চুক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ-সহ একাধিক বিষয়। দুই দেশই পরস্পরের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী মোদির সফর অনুযায়ী ঘানা সফরের পর তিনি যাবেন ত্রিনিদাদ ও টোব্যাগো, সেখান থেকে আর্জেন্টিনা, এরপর ব্রাজিলের ব্রিকস সম্মেলন, এবং সবশেষে নামিবিয়া সফরে যাবেন।