মাত্র চার ভোটে পাশ , আইনে পরিণত হল ট্রাম্পের 'বড় সুন্দর বিল '
নিজস্ব প্রতিনিধি , মার্কিন যুক্তরাষ্ট্র - চার ভোটের সামান্য ব্যবধানে পাশ হল ট্রাম্পের বহু আলোচিত 'বড় সুন্দর বিল ' বৃহস্পতিবার মার্কিন আইনসভার নিম্ন কক্ষে পাশ হয় বিলটি। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলে সাক্ষর করেন। তারপরেই এটি আইনে পরিণত হয়।
সূত্রের খবর , 'বড় সুন্দর বিলটি ' মার্কিন প্রশাসনের অন্যতম নীতিগত পদক্ষেপ। শুরু থেকেই এই বিলটি নিয়ে আপত্তি ছিল বিরোধী ডেমোক্রেটিক পার্টির। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এলেন মাস্কও এই বিলের বিরোধিতা করেন। এছাড়াও, রিপাবলিকান পার্টির অন্দরেও অনেকেই এই বিলের বিরোধিতা করেছিলেন। তবুও বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের সমর্থন অর্জন করে পাশ হয় বিলটি।
ট্রাম্পের এই বিলের মূল উদ্দেশ্য হল কর সংস্কার , অবৈধ অভিবাসীদের দমন এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে অবৈধ বাসিন্দা সরানোর জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশপাশি , নিম্ম আয়ের মানুষের জন্য থাকা ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যা নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় উঠেছে।
যদিও বিলটি পাশ হওয়ার পর ট্রাম্প নিজেই এই বিলের সাফাই দিয়ে বলেন , " আমেরিকার নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য এই বিলটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।" তিনি জানান , বিল কার্যকর হলে সীমান্ত রক্ষা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে প্রশাসনের অগ্রাধিকারের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।