01 November, 2024
দানা : আজ রাত আটটা থেকে কাল সকাল দশটা পর্যন্ত শিয়ালদহ হাওড়া শাখায় দানার তান্ডবের জন্য বাতিল করা হলো অজস্র ট্রেন। আসুন দেখেনি কি কি ট্রেন বাতিল করা হয়েছে। ইতি মত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ হাওড়া শাখা মিলিয়ে প্রায় ২৫৮ টি মতো লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা আজ রাত আটটা থেকে কাল সকাল দশটা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিয়ালদা শিয়ালদা দক্ষিণ শাখা ও শিয়ালদা হাসনাবাদ বারাসাত শাখার প্রায় ১৯০ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। হাওড়া শাখা থেকে কাল সকাল দশটা পর্যন্ত ৬৮ টি ট্রেন বাতিলের খবর আসছে। যে কয়েকটি দূরপাল্লার ট্রেন কাল ভোর ছটা থেকে ছাড়া হবে সেগুলি প্রত্যেকটি প্লাটফর্মেই দাঁড়াবে। পূর্ব রেলের তরফ থেকেও জানানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে আরো ট্রেন বাতিল করা হতে পারে।
24 October, 2024
24 October, 2024
Copyright Tv19 Bengali. All Rights Reserved. Developed By Maskin Web Solutions India Pvt. Ltd.