News details

image

Rabi Mondal / 25 November, 2024

অ্যাপেল কম্পানির নামে ভুঁয়ো শোরুম, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - শিলিগুড়িতে অ্যাপেল কম্পানির নামে ভুঁয়ো রিপিয়ারিং শোরুম। গ্রেফতার ১। এর আগে প্রতারণার অভিযোগ উঠেছে অভিযুক্তের নামে। তবে এবার কুকীর্তির পর্দাফাঁস।

সূত্রের খবর, শিলিগুড়িতে  অ্যাপেল কম্পানির নামে তিনটি ভুয়ো রিপিয়ারিং শোরুম চালাত বছর ২৫ এর অক্ষয় মোড়ে। যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপিয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের।এর আগে বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।তবে থানায় কোনরকম এফআইআর করার আগেই বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্তর তরফে।কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।গতকাল বিকাশ আগারওয়াল নামক এক ব্যক্তি এই অভিযুক্তের বিরুদ্ধে শিলিগুড়ি পানি ট্যাংকি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।বিকাশ জানান  তিনি অ্যাপেল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই জিনিস ফেরত নিতে গেলে বহুবার বিভিন্ন বাহানা করে জিনিসটি ফেরত দেয় নি অক্ষয়। এমনকি বিকাশের সঙ্গে  দুর্ব্যবহারও করেন। বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়।এই নিয়ে ই শিলিগুড়ির পানি ট্যাংকি ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ আগরওয়াল।

অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত নামেন কর্তব্যরত পুলিশকর্তারা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তারপরই উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য,জানা যায় অ্যাপেল কোম্পানির তার কাছে কোন বৈধক কাগজ নেই,তাছাড়াও শহরের বুকে তিন তিনটি অ্যাপেল কোম্পানির নামে অবৈধ রিপেয়ারিং শোরুম চালাচ্ছে অভিযুক্ত।এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত অক্ষয় মোড়েকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।