News details

image

Rabi Mondal / 23 November, 2024

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেশি ব্যবহার করার নির্দেশ পুতিনের

নিজস্ব প্রতিনিধি, মস্কো – আরও বেশি করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে তাহলে কি এবার পরমাণু যুদ্ধ শুরু করবে রাশিয়া? শুক্রবারই ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। এরপরই ইউক্রেনের পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়।

ইউক্রেনের ডিনিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে পুতিন জানান, “আমরা প্রতিকূল পরিস্থিতিতেও আরও বেশি করে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাব।“ নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, প্রায় ৩ বছর ধরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রয়েছে। 

রাশিয়ার হামলা চালানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁদের মিত্র দেশগুলির কাছে আবেদন করেছেন। তিনি জানান, নতুন বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন। আধুনিক বিমান পাঠানোর জন্য অনুরোধ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।