News details

image

Rabi Mondal / 29 November, 2024

ফার্মেসি পরীক্ষার প্রশ্নফাঁস, ধুন্ধুমার আরামবাগে

নিজস্ব প্রতিনিধি, হুগলি - ছোটো ঝুপড়ি ঘরের ভিতর চুপিসারে চলছে টোকাটুকি। প্রথমবর্ষের পরীক্ষার আগেই ফার্মেসির প্রশ্নফাঁস। তারপর উত্তর লিখতে ব্যস্ত পরীক্ষার্থীরা।

 

শুক্রবার ফার্মেসি প্রথম বর্ষের পরীক্ষা। আরামবাগ পলিটেকনিক কলেজে সিট পড়েছে পরীক্ষার। আর পরীক্ষা কেন্দ্র থেকে কিছু দূরে চলছে প্রশ্নফাঁসের চক্র। ফাঁস করা প্রশ্নর উত্তর লেখা চলছে। শুধু লেখা নয় দেদার ফটোকপি করা হচ্ছে প্রশ্ন ও উত্তর পত্রের। ঘটনাস্থলে সংবাদমাধ্যম পৌঁছালে, ক্যামেরা দেখে ছুট দেয় পরীক্ষার্থীরা। এই বিষয়ে কলেজে কথা বলতে গেলে কোনো উত্তর মেলেনি।

 

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, "রোজ রোজ হচ্ছে। পরীক্ষার এক দেড় ঘন্টা আগে সব আসছে। ফোন নিয়ে খাতা নিয়ে লিখছে। যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে সবাই এই করছে।"