News details

image

Rabi Mondal / 24 November, 2024

মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৭

নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ - বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ অন্ধ্রপ্রদেশে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

স্থানীয় সূত্রে খবর, গার্লাডিনের তালাগাসিপল্লি মোড়ের কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। বাসটি অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের। অটোতে ১৩ জন শ্রমিক ছিলেন। তাঁরা থিম্মাপেটার কাছে কলাবাগানে কাজ করেন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকরা পুটলুর মণ্ডলের এল্লুটলা গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানিয়েছেন, মৃত শ্রমিকদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।