News details

image

Rabi Mondal / 23 November, 2024

১৫ দিনের লড়াই শেষ, মাতৃহারা ঋতুপর্ণা সেনগুপ্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – টানা ১৫ দিনের লড়াই শেষ হল শনিবার। মাতৃহারা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রীর পরিবারে। মাকে হারিয়ে শোকস্তব্ধ ঋতুপর্ণা। মৃত্যুকালে তাঁর মা নন্দিতা সেনগুপ্তর বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার দুপুর ৩ টে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডা. অনির্বাণ নিয়োগির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস করাতে হত তাঁকে। কিডনিতে সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয় ঋতুপর্ণা সেনগুপ্তর মাকে। কিন্তু শেষ রক্ষা আর হল না। 

দিন কয়েক আগে সিনেমার প্রচারে গিয়ে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ৭ নভেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। সেদিনও মায়ের শারীরিক অবস্থার জন্য মনখারাপ ছিল তাঁর। নন্দিতা সেনগুপ্তর প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ঋতুপর্ণার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা। মায়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।