News details

image

Rabi Mondal / 09 December, 2024

রাস্তা, জল নিয়ে ফের একবার বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - জল প্রকল্প ও রাস্তা সারাই নিয়ে সোমবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও পাইপ চুরির সমস্যা, কোথাও আবার সব কাজ শেষেও মিলছে না জল। কোথাও আবার জলের পাইপলাইন বসানোর জন্য ভেঙে যাচ্ছে রাস্তা। এই সমস্যা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

 সোমবার মুখ্যমন্ত্রী বলেন জল স্বপ্নের প্রকল্পের জন্য একাধিক কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, "কর্মশ্রী প্রকল্পের অধীনে বহু লোককে কাজে লাগানো হয়েছে। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের এখানে কাজে লাগানো হয়েছে। মাটি কাটা-সহ অদক্ষ শ্রমিকদের এই ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। এর ফলে ৫ কোটি শ্রম দিবস তৈরি হয়েছে। পরিয়ায়ী শ্রমিকদের নানা জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে। অনেকেই আমাদের লোকেদের সহ্য করতে পারে না,বিতাড়িত করে। ওই পরিযায়ী শ্রমিকদের জন্য একটি তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। সেখান থেকে ৪৫ হাজার পরিযায়ী শ্রমিককে জলস্বপ্নতে কাজে লাগানো হয়েছে।"

  জল স্বপ্ন প্রকল্পে পাইপলাইন পাতার সময় রাস্তা কেটে ফেলার পরে সাড়ানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বারবার। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "যে দফতর রাস্তা কাটার পরে তা মেরামত করছে না, তাদের উপর টাকাটা চাপবে। যে আধিকারিক কাজ করেছেন, তাঁর উপরেও চাপবে। রাজ্য সরকার নিজের খরচে পথশ্রী প্রকল্পের রাস্তা করেছে। এটা জনগণের পয়সা। কেন অপব্যবহার হবে? এটা সহ্য করা হবে না। যে দফতর এটা মানবে না তার প্রধান থেকে শুরু করে হেডক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা করা হবে।"

 শুধু রাস্তা বা জল নয় বিভিন্ন দফতরের গাফিলতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা নির্ভুল করতে সরকারিভাবে সংশোধনের কাজ শুরু করা হয়েছিল। সম্প্রতি সেই প্রক্রিয়া শেষও হয়েছে। অথচ বহু এলাকায় ভোটার লিস্টে ইচ্ছাকৃতভাবে মৃত ব্যক্তি বা এলাকা থেকে চলে যাওয়া ব্যক্তির নাম রেখে দেওয়া হয়েছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও-রা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে। কাদের স্বার্থে এটা করেছেন বিএলও-রা?কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের কাছে। এগুলো ডিএমরা লক্ষ্য রাখবেন না কেন? ভোটার লিস্ট নিয়ে যদি কোনও কমপ্লেন আসে তার জন্য আমি কিন্তু ডিএমদের ছাড়ব না।"