প্রেমিকের পুরুষাঙ্গ কেটে ফেলল প্রেমিকা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রেমিক। ইতিমধ্যে প্রেমিকাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরে।
সূত্রের খবর, ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের বাসিন্দা আব্দুর রহমান। প্রেমিকা পার্বতীপুরেরই বাসিন্দা সোমাইয়া খাতুন। গত দুবছর ধরে ভালবাসার সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু কোনও কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিলো আব্দুর। এরপর শনিবার রাত ১২ টা নাগাদ বাড়ির কাছে এক বাগানে আব্দুরকে ডেকে পাঠায় সোমাইয়া। এরপর ওই তরুণী চোখ কাপড় দিয়ে ঢেকে গাছের সঙ্গে বেঁধে দেয় আব্দুরকে। এরপর ছুরি দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে অভিযুক্তের কাকা শেখ রেজাউল বলেন, "আমরা কিছু জানতাম না। রাতের বেলা পুলিশ এসে ওকে ধরে তখন সব বলতে জানলাম। আমার ভাইঝি বলেছে ওকে ব্ল্যাকমেল করছিল তাই সে একাজ করেছে। আমরা বাড়িতে ওদের প্রেমের সম্পর্কেও জানতাম না।"