মাদারিহাটে আসন হারালো বিজেপি, অপ্রত্যাশিত জয় তৃণমূলের
নিজস্ব প্রাতিনিধি, আলিপুরদুয়ার – উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে রাজ্যের ৬টি কেন্দ্রে। উত্তরবঙ্গে সিতাইয়ের পর মাদারিহাট দখল করল তৃণমূল। রাজনীতির ইতিহাসে প্রথমবার মাদারিহাট দখল করল তৃণমূল। বিজেপির অভ্যন্তরীন সমস্যাই কি বিজেপির হারের কারন সেই নিয়েও উঠছে প্রশ্ন।
রাজ্যের উপনির্বাচনে অন্য পাঁচটি আসন তৃণমূলের দখলে থাকলেও একমাত্র মাদারিহাট আসনটিতে সফলতা পায়নি তৃণমূল। ২০১১ সাল পর্যন্ত এই আসনটি আর.এস.পি'র দখলে ছিল। ২০১৬ সালে এই আসনে প্রথমবার জয়ী হন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ২০২১ সালের নির্বাচনেও আসনটি ছিল বিজেপির দখলেই। ২০২৪ সালের উপনির্বাচনে ভরাডুবি হল বিজেপির। ৩০ হাজার ৩০৩ ভোটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে হারালেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এই ফলাফল সামনে আসার পরই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।
বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা বলেন, “জেলা সভাপতি আর রাজ্য সভাপতির জন্য এটা হয়েছে। ওরা কারও সঙ্গে কথা বলে না। একা একা সিদ্ধান্ত নেয় না। দিল্লিতে বসে, কলকাতায় বসে ভোট করায়। এই অঞ্চলের ভোট দাঁড়িয়ে আছে চা বাগানের ওপর। সেই চা বাগানকে গুরুত্ব না দেওয়ায় বিজেপির এই দশা”।