জয়ের পরেই বিতর্কিত মন্তব্য তালডাংরার তৃণমূল প্রার্থীর
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - উপনির্বাচনের আগেই কুনাল ঘোষ বলেছিলেন ভোটের ফল ৬-০ হবে। সেই ভবিষ্যৎবাণী কার্যকর করেই তালডাংরায় জয় ছিনিয়ে নিল তৃণমূল। বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তার পরেই আরজিকর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
বাংলার ৬ কেন্দ্রেই ভরাডুবি হয়েছে গেরুয়াশিবিরের।তালডাংরায় ৩৩ হাজার ৪৫৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। শনিবার থেকেই জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি। সে বিষয়ে সকালেই তিনি জানিয়েছিলেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, বাংলায় মানুষের জন্য কাজ করছেন তাই জয় তৃণমূলেরই হবে।
শনিবার জয় ঘোষণার পরেই আরজি কর নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন 'এটা ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, বিশ্বাস তার জয়। আরজি করকে কেন্দ্র করে যে ভাবে সারা সিপিএম ও বিজেপি পশ্চিম বাংলাকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মানুষের ঐতিহাসিক মতদান। তারা বুঝিয়ে দিয়েছে আরজি কর সাজানো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক ব্যক্তি।’